ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

দেশের ৬টি জেলায় গঠন হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল


দেশের আরও ছয় জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে।

২০০০ সালের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দেওয়া ক্ষমতাবলে গত ৩১ মার্চ ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, রাঙ্গামাটি, বান্দরবান, ঝালকাঠি ও পঞ্চগড়ে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালগুলো কাজের আওতা হবে পুরো জেলা।

দেশের এই ৬ জেলায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো মামলা অন্য কোনো আদালতে বিচারাধীন থাকলে, ওই মামলা এই প্রজ্ঞাপন জারির ৩০ কার্যদিবসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে। পাশাপাশি স্থানান্তরিত কোনো মামলা যে পর্যায় থেকে স্থানান্তরিত হবে সেই পর্যায় থেকে ওই মামলার বিচারকার্য পরিচালিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ads

Our Facebook Page